#ডেন্টাল ইমপ্লান্ট কী ?
ডেন্টাল ইমপ্লান্ট হলো মুখের চোয়ালের হাড়ের ভেতর হারানো বা ফেলে দেওয়া দাঁতের স্থানে স্থায়ীভাবে প্রতিস্থাপন করা কৃত্রিম দাঁতের শেকড় বা রুট। এই প্রতিস্থাপিত রুটের ওপর আসল দাঁতসদৃশ কৃত্রিম দাঁত স্থাপন করা হয়।
#কোন দাঁতে ইমপ্লান্ট করা যায়:
ওপরের ও নিচের চোয়ালের সামনে কিংবা পেছনের যেকোনো অনুপস্থিত দাঁতের জন্যই ইমপ্লান্ট প্রযোজ্য।
#যাদের জন্য এ চিকিৎসা ব্যবস্থা:
পূর্ণবয়স্ক যেকোনো ব্যক্তি তাঁর অনুপস্থিত দাঁতের জন্য এ চিকিৎসা নিতে পারেন।
কারও দন্তক্ষয় রোগের কারণে বা অন্য কোনো কারণে দাঁত ভেঙে অংশবিশেষ মুখের ভেতর অবশিষ্ট থাকলে এ ক্ষেত্রে ভাঙা অংশ তুলে ফেলে দিয়ে একই দিন ওই স্থানে ইমপ্লান্ট প্রতিস্থাপন।
যাদের নড়বড়ে দাঁত আছে, তাদের আক্রান্ত দাঁত বা দাঁতগুলোকে ফেলে দিয়ে ইমপ্লান্ট প্রতিস্থাপন।
#ইমপ্লান্ট করা দাঁত দেখতে কেমন ?
প্রাকৃতিক দাঁতের মতোই শতভাগ সামঞ্জস্যপূর্ণ।
#ইমপ্লান্ট কি মানুষের শরীরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে ?
একেবারেই না। ডেন্টাল ইমপ্লান্ট বিশ্বের অত্যন্ত দামি ধাতব পদার্থ টাইটানিয়াম এ্যালয় দিয়ে তৈরি, যা একটি বায়োকমপ্যাটিবল পদার্থ, যা মানুষের শরীরের হাঁড়ের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এবং মানুষের শরীরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না। বাংলাদেশে নতুন হলেও ১৯৬৫ সাল থেকে ইউরোপ ও আমেরিকাতে প্রতি বছর কয়েক লক্ষ ইমপ্লান্ট বসানো হয়। যা ১০০% নিরাপদ। গুগলে সার্চ দিয়ে দেখুন।
#চিকিৎসা পদ্ধতি কী ?
এ পদ্ধতিটি দুই থেকে চারবারে সম্পূর্ণ করতে হয়। প্রথম দিন ডেন্টাল ইমপ্লান্ট স্থাপন করা হয়। সেই ইমপ্লান্ট হাড়ের সঙ্গে ইন্টিগ্রেশন হওয়ার পর ইমপ্লান্টের ওপর সিরামিক দিয়ে তৈরি দাঁত স্থাপন করা হয়। এ চিকিৎসাপদ্ধতি শুধু লোকাল অ্যানেসথেসিয়ার মাধ্যমে করা হয়। ফলে চিকিৎসাকালীন কোনো কষ্ট বা ব্যথা হয় না।
#খরচ কেমন ?
রোগী না দেখে এ্যাকিউরেটলি বলা অসম্ভব। কারন এই চিকিৎসার টাইটেনিয়ামের তৈরি ইমপ্ল্যান্ট ও সার্জারির চার্জ অনেক বেশী কিন্তু বাংলাদেশে ইমপ্লান্ট জনপ্রিয় করার জন্য আমরা সামান্য চার্জ নিয়ে থাকি।
#কে সার্জারি করবেন?
ডেন্টাল সার্জন এবং ডেন্টাল ইমপ্লান্টলজিস্ট Dr.Mohammad Nayem Hossain Khan and Dr. Tauhida Shirmin