Close
- Banasree +8801841345156
- Uttara +8801717231739
- banasreetakwa@gmail.com
পেশেন্ট বেলাল সে বরিশাল থেকে এসেছে। সে আঘাতপ্রাপ্ত হয়ে তার সামনের একটি দাঁত পড়ে যায়। এখানে সে দাঁত রিপ্লেস করতে চাচ্ছে। যেহেতু ব্রিজ করতে গেলে তার পাশের দুটো দাঁত কেটে সেই দাতের সাহায্য নিয়ে দাত লাগাতে হবে সে এই বিষয়ে রাজী ছিল না। সে ইমপ্লান্ট বিষয়ে শুনে আমাদের চেম্বারে আসে। তখন তাকে ইমপ্লান্ট এর মাধ্যমে তার যে দাঁতটা পড়ে গেয়েছিল সেই দাঁতটা রিপ্লেস করে দেই। আলহামদুলিল্লাহ বেলাল এখন ভালো আছে। তার ইমপ্লান্ট এর বয়স এখন ১ বছর।
পেশেন্ট নাজমা বেগম ১০ বছর আগে এসেছিলো আমাদের চেম্বারে। উনি ইতালি থাকতো। উনার মুখের অনেকগুলো দাঁত ভেঙে গেয়েছিল এবং কিছু দাঁত ছিল না। উপরের ও নিচের পাটি মিলিয়ে উনার মুখে ১০টির মতো দাঁত ছিল। বাকি দাঁতগুলো ভেঙে গেয়েছিল অথবা ফেলে দিয়েছিলো। এই কারণে তার খেতে সমস্যা হতো। উনি উনার এই সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলো আমরা তখন তাকে ২৮টি দাঁতই রিপ্লেস করে দেই। এখন তার সবগুলো দাঁতই এক্টিভ আছে। উনার এখন খেতে বা কথা বলতে কোনো সমস্যা হয় না। নাজমা বেগম ১০বছর পর এসে আমাদের সাথে দেখা করে। আলহামদুলিল্লাহ এখন তার সব দাঁতই ভালো আছে।
পেশেন্ট বীথিকা রয় উনি নিউজিল্যান্ড প্রবাসী।উনি মুখে অনেক আগে থেকেই হিটকিউর এর ডেনচার পড়তেন। সেই ডেনচারটা প্রায়ই ভেঙ্গে যেত। এটার জন্য প্রায়ই উনাকে অনেক সময় অস্বস্তিকর পরিবেশে পড়তে হতো। এটা নিয়ে উনি খুব চিন্তিত ছিল। উনি আমাদের কাছে এসে জানতে চায় এমন কোনো ডেনচার বা আলগা দাঁত আছে কিনা যা ভাঙবে না। আমরা তখন তাকে ফ্লেক্সিবল ডেনচার এর কথা বলি। এই ফ্লেক্সিবল ডেনচার এর সুবিধা হচ্ছে এটার ভালো রিটেনশন থাকে এবং ভাঙবে না সহজে। পরবর্তীতে আমরা পেশেন্ট কে ফ্লেক্সিবল ডেনচারএর মাধ্যমে তার যে দাঁতগুলো নেই তা রিপ্লেস করে দেই। এখন বীথিকা রয় অনেক খুশি।
Copyright © 2022 Takwa Dental, All rights reserved. Developed by Intellec IT.